বন্দর ২৪ নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মমিনুল ইসলাম (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মমিনুল ইসলাম বন্দর থানার ২৪ নং ওয়ার্ডের বক্তারকান্দী এলাকার মৃত আব্দুল মালেক মুন্সি ছেলে।
ধৃতকে শুক্রবার ১২ সেপ্টেম্বর দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪ (৮)২৪ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার ১১ সেপ্টেম্বর রাতে বন্দর থানার বক্তারকান্দী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারিদের খাবার সরবারাহ করার অপরাধে গত ২২ জুলাই ২০২৪ রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত আসামি মমিনুল ইসলামসহ অন্যান্য আসামিরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে হামলা চালিয়ে ২৩টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে যায়।
আপনার মতামত লিখুন :