নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১১৬ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ ও ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
বুধবার ১০ সেপ্টেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত সোনারগায়ের কাচঁপুর এলাকায় অভিযানটি পরিচালিত করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে হাবিবা ফারজানা। এ সময় জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম। পরিবশে অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অভিযানে মহাসিন স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা ও ৯৫ কেজি পলিথিন জব্দ, বরিশাল স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ১০ কেজি পলিথিন জব্দ, কুমিল্লা ভাই ভাই স্টোরকে ১ হাজার টাকা জরিমানা ও ২ কেজি পলিথিন জব্দ, আল্লাহ ভরসা স্টোরকে ৯ হাজার টাকা জরিমানা ও ৯ কেজি পলিথিন জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :