News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

আলোচিত বান্টি আজমেরী ওসমানকে ছেড়ে জাকির খানের সঙ্গী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১০:০৪ পিএম আলোচিত বান্টি আজমেরী ওসমানকে ছেড়ে জাকির খানের সঙ্গী

২০১৩ সালের ২৫ ডিসেম্বর। শহরের সৈয়দপুর এলাকায় গোপন তথ্য পেয়ে অভিযানে যায় পুলিশ। উপস্থিতি টের পেয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। পুলিশও পাল্টা গুলি করলে আত্মসমর্পন করতে বাধ্য হয় সন্ত্রাসীরা। সোয়াদ হোসেন ওরফে বান্টি নামে এক তরুণকে ১৩ রাউন্ড গুলি ভর্তি ৩টি বিদেশী পিস্তলসহ আটক করা হয়। কিন্তু কয়েক মাস পরই জামিনে বের হয়ে আসেন বান্টি। শুরু করেন বেপরোয়া মাদক ব্যবসাসহ নানা অপরাধ। এবার শহরের দুইনং রেলগেট এলাকায় বান্টির বাড়িতে বিশেষ অভিযান চালায় ডিবি পুলিশ। সেদিনও কয়েক রাউন্ড গুলির শব্দ শুনেছিলো বাড়ির আশপাশের বাসিন্দারা। তবে এর আগেই পালিয়ে যায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বান্টি।

কি কারণে তখন বান্টিকে ধরতে বারবার অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বান্টির একাধিক ড্রাগ-কার্টেল ছিলো তখন। মাদকের সেই ব্যবসা এখনো রয়েছে। এছাড়া অপরাধীদের কাছে দেশি বিদেশি অস্ত্র বিক্রিতেও বান্টিসহ তার সহযোগীদের সম্পৃক্ততা পেয়েছিলো পুলিশ। মূলত এসব কারণেই তার উপর নজর ছিলো পুলিশের। পুলিশের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের আশ্রয় নেয় বান্টি। ভর্তি হন শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের পাঠশালায়। আজমেরীর আশীর্বাদ পাওয়ার পর আর পুলিশের হাতে ধরা খেতে হয়নি তাকে। ২০১৬ সাল থেকে সবশেষ আওয়ামীলীগ সরকার পতনের আগ পর্যন্ত আজমেরী ওসমানের সহযোগীতায় শহরজুড়ে মাদক ব্যবসা, কমিশনের বিনিময়ে ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে আরেক ব্যবসায়ীকে পাওনা টাকা আদায় করে দেয়া, ছিনতাইকারী ও কিশোর সন্ত্রাসীদের মাথার তাজ হয়ে নিজের ভিন্ন এক চরিত্র দাঁড় করান। বৈষম্যবিরোধী আন্দোলনে আজমেরী ওসমানের মহড়ার মধ্যেও দেখা গেছে বান্টিকে।

আজমেরী পালালে জাকির খানের সঙ্গী

২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতন হয়। তখন স্বপরিবারে পালিয়ে যায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান। আজমেরীর পলায়নের পর অভিভাবক হারিয়ে বিপাকে পরে বান্টি। তবে বেশিদিন অভিভাবকহীন থাকতে হয়নি তাকে। জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান মুক্তি পেলে চট করে তার সঙ্গে জড়িয়ে পড়েন বান্টি। বর্তমানে জাকির খানের খুব ঘনিষ্ট সহযোগী হয়ে উঠেছেন ২০১৩ সালে ১৩ রাউন্ড গুলি ও বিদেশী পিস্তলসহ আটক হওয়া বান্টি। আওয়ামীলীগ আমলে আজমেরী ওসমানের সাথে যেভাবে কাধে কাধ মিলিয়ে ছবি তুলেছেন জাকির খানের সাথেও একই কায়দায় ছবি তুলে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন। জাকির খানও নিয়মিত বান্টিকে নিয়ে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। যার ফলে স্থানীয় অনেকেই এটিকে নেতিবাচক ভাবে দেখছেন। তবে আওয়ামীলীগের আমলে শুধু বান্টি নয় নাজির আহম্মেদের মতো জাকির খানের ঘনিষ্ঠ বাকি সহযোগীরাও আজমেরী ওসমানের হয়ে শহর দাঁপিয়েছে। সন্ধ্যার পর হলুদ রং‘র হোন্ডায় বসে বহর নিয়ে মহড়া দিয়েছেন।

তথ্য বলছে, এখন নগরীর দিগুবাবুর বাজারে ভয়ঙ্কর সিন্ডিকেট গড়ে তুলেছেন বান্টি। সিন্ডিকেটের সদস্যরা বাজারে বিভিন্ন নিষিদ্ধ ব্যবসা শুরু করেছেন। সম্প্রতি বাজারের সকল পলিথিন ব্যবসায়ীদের বান্টির কাছ থেকে পলিথিন কিনে বাজারে বিক্রির নির্দেশ দিয়েছেন। ব্যবসায়ীরাও বান্টির ছিচকে সন্ত্রাসীদের ভয়ে বাধ্য হয়ে উচ্চমূল্যে তার কাছ থেকেই পলিথিন ক্রয় করছে। এছাড়া, দেওভোগ মাদ্রাসা থেকে ভোলাইল পর্যন্ত তার কয়েকটি বড় মাদকের কার্টেলে প্রশাসনকে ম্যানেজ করে রমরমা ব্যবসা চলছে। 

Islam's Group