নারায়ণগঞ্জ সদর মডেল থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শনিবার ৬ জুলাই রাত সাড়ে ৯টায় মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম শাহ আলম (৩৮) সে জিমখানা রেলকলোনি এলাকার আলী হোসেনের ছেলে।
র্যাব-১১ সিপিসি-১ এর উপ পরিচালক ও কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে র্যাব এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, ২০২৪ সালের ২৫ জুন রাতে শহরের মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন 'মা হোটেলের' সামনে একটি খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় খুন হওয়া নাসির শেখ এর বড় ভাই বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত নাসির শেখ নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন ফরাজিকান্দা জনৈক রাসেলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। ব্যক্তিগত বিরোধের জের ধরে নাসির শেখকে চাকু ও সুইস গিয়ার দিয়ে এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করা হয়। পরে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ২৬ জুন ভিকটিমের বড় ভাই সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই র্যাব-১১ গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত শুরু করে।
র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শাহ আলমের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদক, হত্যা ও হত্যা চেষ্টাসহ প্রায় ৭টি মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :