News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভীর ২ রিমান্ড মঞ্জুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৬:৪৯ পিএম রিকশা চালক তুহিন হত্যা মামলায় আইভীর ২ রিমান্ড মঞ্জুর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রিকশা চালক তুহিন হত্যা মামলায় নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে জিজ্ঞাসাবাদে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

৭ জুলাই সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাঈনুদ্দিন কাদিরের আদালতে রিমান্ড শুনানী অনুষ্ঠিত হয়। শুনানীকালে আইভী কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। 

এর আগে তুহিন হত্যা মামলায় আইভীকে জিজ্ঞাসাবাদে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৩০ জুন রিমান্ড শুনানীর তারিখ থাকলেও উচ্চ আদালতে জামিন শুনানীর আবেদন পেন্ডিং থাকায় ৭ জুলাই রিমান্ড শুনানীর তারিখ নির্ধারণ করেন আদালত। 

মামলা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে গত বছরের ২০ জুলাই ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় রিকশা চালক তুহিন (৩৬)। এঘটনায় নিহতের স্ত্রী আলেয়া আক্তার মীম বাদী হয়ে গত বছর ১৩ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আইভী ১১ নাম্বার আসামী।

আসামীপক্ষের আইনজীবী এডভোকেট আওলাদ হোসেন বলেন, জেলা জজ আদালতে আমরা ফৌজদারী মিস মামলা দায়ের করলে আদালত আইভীর জামিন আবেদন না মঞ্জুর করে। সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগে জামিন আবেদন পেন্ডিং থাকায় আমরা রিমান্ড শুনানীর তারিখ আরো পিছিয়ে দেয়ার আবেদন জানিয়েছিলাম। আদালত সেই আবেদন আমলে নেননি। পরে শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

রাস্ট্রপক্ষের আইনজীবী ভারপ্রাপ্ত পিপি এডভোকেট ওমর ফারুক নয়ন বলেন, তুহিন হত্যা মামলার আসামী আইভীকে পুলিশ ৭ দিনের রিমান্ড চেয়েছে। উচ্চ আদালতে জামিন আবেদন পেন্ডিং থাকায় আসামীপক্ষ রিমান্ড শুনানী পিছানোর আবেদন জানালে আদালত ৭ জুলাই রিমান্ড শুনানীর তারিখ ধার্য করেন। তবে আসামীপক্ষ আবারো রিমান্ড শুনানী পিছানোর আবেদন করলেও আদালত সেটা আমলে না নেয়নি। পরে উভয়পক্ষের শুনানী শেষে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Islam's Group