নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন সহ নারায়ণগঞ্জ মহানগর ও জেলা নেতৃবৃন্দ। সোমবার (৭ জুলাই) মাগরিবের নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এই শুভেচ্ছা বিনিময় করা হয়।
এসময় খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী এবিএম সিরাজুল মামুন, মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে সম্ভাব্য এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, শ্রমিক মজলিসের জেলা সভাপতি ফারুক আহমদ ও মুহাম্মদ আল-ফাহাদ প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি: বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, যুগ্ম সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লুৎফর রহমান কাকন, কার্যনির্বাহী সদস্য: আরিফ আলম দিপু, রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম ও মাহফুজুর রহমান প্রমুখ।
আপনার মতামত লিখুন :