News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ডিসির কাছে সমস্যা তুলে ধরলেন ‘পাকিস্তানি খাদের’ বাসিন্দারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:৫০ পিএম ডিসির কাছে সমস্যা তুলে ধরলেন ‘পাকিস্তানি খাদের’ বাসিন্দারা

নারায়ণগঞ্জের ফতুল্লার স্বাভাবিক নাগরিক সুবিধাবঞ্চিত ‘পাকিস্তানি খাদ’ নামে পরিচিত অঞ্চলের বাসিন্দারা জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

এসময় ‘পাকিস্তানি খাদ’ এলাকার বাসিন্দারা তাদের আবাস্থলে যোগাযোগ ব্যবস্থা, গ্যাস ও পানির সংকটের কথা জানান। এ সময় জেলা প্রশাসক এসব সমস্যা সমাধানেরও আশ্বাস দেন।

এই সাক্ষাৎপর্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য জোবায়ের হোসেন, লুবনা রহমান, মতিউর রহমান, সদর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী রাহাত এবং শ্রমিক উইং-এর সদস্য শাহাবুদ্দীন সাহাব।

এনসিপি নেতা লুবনা রহমান বলেন, “পাকিস্তানি খাদের সমস্যা নারায়ণগঞ্জের বহুল পরিচিত একটি সমস্যা। ২৬টি পরিবার যারা তুলা চাষের জন্য পাকিস্তান যায় এবং সেই দেশের সরকার তাদের আবারো বাংলাদেশে পাঠিয়ে দেন। কিন্তু তারা ফেরেন খালি হাতে। ১৯৭৪ সালে তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সরকারি সহায়তায় ফতুল্লায় একটি অঞ্চলে বসবাসের সুবিধা পান। স্থানীয়ভাবে এলাকাটি ‘পাকিস্তানি খাদ’ বলে পরিচিত। তারা বাঙালি হলেও তাদের সঙ্গে আশেপাশের লোকজন পাকিস্তানিদের মতো আচরণ করেন।”

তিনি আরও বলেন, “ওই এলাকায় যোগাযোগ ব্যবস্থাও খুব নাজুক। রাস্তাঘাট খুব একটা ভালো না। গ্যাস ও অন্যান্য ইউটিলিটি সেবা থেকেও বঞ্চিত তারা। এমনকি এলাকাটি নিচু হওয়াতে সেখানে জলাবদ্ধতাও থাকে বছরজুড়ে। বিষগুলো জেলা প্রশাসকের সামনে তুলে ধরা হয়েছে এবং তিনি এ সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন।”

Islam's Group