নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাই তেলের আস্তানায় যৌথ বাহিনীর সহায়তায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা তেল ডিপো এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিল্টন রায় ও সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা।
মোঃ আব্দুর রহিমের মালিকানাধীন পদ্মা পিএলসি তেলের দোকানে অভিযান চালিয়ে ১০০ লিটার অকটেন, ১০৮০ লিটার ডিজেল, ৬০০ লিটার ফার্নেস অয়েল ও একটি বিক্রয় রশিদ বই জব্দ করা হয়। এছাড়াও দুইজনকে নগদ ১৪ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
অভিযানে র্যাব-১১, বিজিবি এবং সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন :