News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

ডেঙ্গু রোগ প্রতিরোধে আধুনিক জেনেটিক পদ্ধতি অবলম্বন করতে হবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৭:৪৬ পিএম ডেঙ্গু রোগ প্রতিরোধে আধুনিক জেনেটিক পদ্ধতি অবলম্বন করতে হবে

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে ডেঙ্গু মোকাবেলায় চিকিৎসার পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতায় জোর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের একটি রেস্টুরেন্টে এ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম, জেলা মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক আবু আল ইউসুফ, নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন মুশিউর রহমান, ৩০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাশার।

মূল বৈজ্ঞানিক গবেষণাপত্র পাঠ করেন চিকিৎসক পঙ্কজ নাহা।

প্যানেল এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সদস্য সচিব ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফারুক আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাব জেলার আহ্বায়ক ইউরোলজি বিভাগের অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. জহিরুল ইসলাম এবং ডা. ফারুক হোসেন ডা. আমীর উল মূলক।

মূল প্রবন্ধে ডেঙ্গু জ্বরের আপডেট চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর আলম বলেন, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতির জটিল হচ্ছে। ডেঙ্গুর’ ভয়াবহতা বিবেচনায় নিয়ে চিকিৎসকদের জ্ঞান আপডেট করা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের নিকট প্রতিকারের ব্যবস্থা। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে তিনি পরিচ্ছন্নতা, স্বাস্থ্য সচেতনতার বিষয়ে জোর তাগিদ দেন।

প্রধান অতিথি বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ডেঙ্গুর ব্যাপারে যেমন দরকার চিকিৎসা তার পাশাপাশি দরকার সচেতনতা। তার জন্য বিএনপি ঢাকাসহ সারাদেশে সচেতনা করতে মানুষের লিফলেট বিতরণ করেছি।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় এদেশের জনগনের পাশে থাকে এবং জনগনকে সাথে নিয়ে কাজ করে। করোনাকালীন সময় তারেক রহমানের নির্দেশনায় ড্যাব এর চিকিৎসকরা সারা বাংলাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ২০২৩ সালে ডেঙ্গু প্রকোপ বৃদ্ধির দুর্যোগ সময় আওয়ামীলীগের সাবেক ঢাকা সিটির মেয়র তাপস ছুটি নিয়ে বিদেশ ভ্রমন করেছিলেন। যার ফলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব ছিল, তা কিন্তু হয়নি। ওই সময়ের ফ্যাস্টিটদের প্রভাবটা এখনো সরকারী দপ্তরগুলোতে রয়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সিটি করপোরেশনে এখনো তারা বহাল তবিয়তে রয়েছে। তারা সবসময় একটি চক্রান্ত করছে। তাই সরকারকে আহ্বান জানাচ্ছি ডেঙ্গুর রোগের যে প্রকোপ বেড়েছে তার জন্য এখন থেকেই সচেতন হতে হবে। না হলে জনগনকে ভোগান্তিতে পড়তে হবে।

Islam's Group