নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা ৫ তারিখের আগের লোককে বাদ দিবো না। নতুন করে হাইব্রিড লোককে পদ দিবো না। কোনো নৌকা মার্কা লোক স্বেচ্ছাসেবক দলে থাকবে না। আপনারা নৌকা মার্কা লোক চিহ্নিত করবেন। আমরা কোনো আওয়ামী লীগ মার্কা লোক বিএনপিতে নিবো স্বেচ্ছাসেবক দলেও থাকবে না। স্বেচ্ছাসেবক দল মনে প্রাণে ধারণ করতে হবে।
রোববার (৭ জুলাই) দিনব্যাপী বন্দর থানা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মীসভার আয়োজন করা হয়। আর এই কর্মীসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ সভাপতি এমজি রাসেল।
সাখাওয়াত ইসলাম রানা বলেন, আমরা স্বেচ্ছাসেবক দল করি। আমাদের সাথে আসলে জুট দিতে পারবো না। আমাদের সাথে আসলে বালুর কাজ দিতে পারবো না। যারা বালু খায় জুট খায় তাদের জন্মই হয়েছে খাওয়ার জন্য। আবার দেখবেন লেংটা হয়ে মার খায়। স্বেচ্ছাসেবক দলে এমন কোনো লোক রাখবো না। ৫ তারিখের আগে কারা ছিলেন তাদের আমরা চিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানের ম্যাসেজ আপনারা যারা আকাম কুকাম করবে জমি দখল করবেন তাদেরকে আমরা রাখতে পারবো না। কোনো রকমের রাখার সুযোগ নাই। স্বেচ্ছাসেবক দলের একজন লোকের বিরুদ্ধেও যদি এরকম অভিযোগ থাকে যে হিন্দু সম্পত্তি দখল করেছেন ক্ষেত নিয়ে গেছেন বালু নিয়ে গেছেন স্টেট বহিস্কার করা হবে। কোনো জায়গা নাই। আমাদের এত লোকের দরকার নাই। আমরা কর্মী চাই।
আপনার মতামত লিখুন :