তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, রাজনীতিতে সবসময় গণ মানুষের সঙ্গেই থাকবো। মানুষের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এবং গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাব।
তিনি আরো বলেন, রাজনীতি করতে গিয়ে জেল-জুলুম ও মিথ্যা মামলার শিকার হয়েছি অনেকবার। আবার রাজনৈতিক দল থেকে কষ্টও পেয়েছি। কখনো ভুল করেছি, তবে রাজনীতি করে অবৈধ অর্থ সম্পদের মালিক হইনি। এখন দুর্নীতিবাজ রাজনীতিবিদদের পরিণতি দেখছি। আমি কিন্তু দেশের বাইরে বিনা বাধায় আসতে পেরেছি। আগামী দিনে সৎ থেকে সততার রাজনীতিতেই থাকবো।
৬ জুলাই (রোববার) রাতে নিউইয়র্কে এক মত বিনিময় সভায় এ কথা বলেন। এই শহরের জ্যামাইকে এলাকার একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভার আয়োজন করেছিল প্রবাসী নারায়ণগঞ্জবাসী।
প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের মধ্যে বক্তব্য রাখেন কাজী আজারুল হক মিলন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মতিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মহসিন ননী, অনুষ্ঠানের আয়োজক শামছুল আলম লিটন ও নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইনক-এর সাধারণ সম্পাদক কামাল হোসেন টিটু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক ও লেখক দর্পণ কবীর। অনুষ্ঠানে প্রবাসী নারায়ণগঞ্জবাসীদের পক্ষ থেকে নারায়ণগঞ্জের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়।
আপনার মতামত লিখুন :