জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে দেশের প্রথম জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ, র্যাব, ফায়ারসার্ভিসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দল ও শহীদ পরিবারের সদস্যরা।
৫আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ এলাকায় স্থাপিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে৷ শ্রদ্ধা জানাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা এবং পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এর পরে একে একে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন করেন। পরে জেলা বিএনপি, মহানগর বিএনপি, জাতিয় নাগরিক পার্টি এবং জুলাই শহীদ পরিবারের সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় শহীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় জেলা প্রশাসক বলেন, অনেক ছাত্রজনতার রক্তের বিনিময়ে গণঅভ্যুত্থান হয়েছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা এমন একটি দেশ চাই যেখানে কোন বৈষম্য থাকবে না। আইনের সুষ্ঠু প্রয়োগ যেখানে হবে। সব কিছু একটা নির্দিষ্ট গতিতে চলবে।
আপনার মতামত লিখুন :