নারায়ণগঞ্জে হবে ফরিদপুরের ভাঙ্গার আদলে গোল চত্তর। ফতুল্লা স্টেডিয়ামের বাম পাশ থেকে জালকুড়ি স্ট্যান্ড পর্যন্ত দুই পাশের জমি নিয়ে চত্তরটি বাস্তবায়নের পরিকল্পনা চলছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে যানবহনসমূহ ঢাকা শহরে প্রবেশ না করে উত্তর-পশ্চিমাঞ্চলের ২০টি জেলায় সরাসরি চলাচল করতে পারবে। তবে এর জন্য সরকারকে নারায়ণগঞ্জের ৭টি সরকারি প্রতিষ্ঠান সরিয়ে দিতে হতে পারে। পাশাপাশি শত শত বেসরকারি স্থাপনার ক্ষতিপূরন দিতে হতে পারে।
‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ’ প্রকল্পের আওতায় গোল চত্তরটি বাস্তবায়নের পরিকল্পনা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
প্রকল্প সূত্রে জানা গেছে, হেমায়েতপুর থেকে এলিভেটেড রাস্তা যাবে কেরানীগঞ্জে। এরপর পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জের পাগলা ও ফতুল্লাকে ডানে রেখে স্টেডিয়ামের পাশ দিয়ে শীতলক্ষ্যা নদীর উপর দিয়ে সোনারগাঁয়ের লাঙ্গলবন্দ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাথে মিলিত হবে। ঢাকা-আরিচা, ঢাকা-মাওয়া, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের সঙ্গে সংযুক্ত করা হবে এই এক্সপ্রেসওয়ে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা যানবাহন পদ্মা সেতু হয়ে ঢাকা শহরে প্রবেশ না করেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে এবং চট্টগ্রাম-সিলেটসহ পূর্বাঞ্চলে চলাচল করতে পারবে।
২০১৭ সালে প্রকল্পটির সমীক্ষা শুরু হয়েছিল। সে সময় প্রকল্পটি জিটুজি পদ্ধতিতে বাস্তবায়নের উদ্যোগ নেয় সরকার। কিন্তু কাঙ্খিত সাড়া না পেয়ে এবার পিপিপির ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
২০২৪ সালের ২৪ ডিসেম্বর ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ পিপিপি প্রকল্পের জন্য ট্রানজেকশন অ্যাডভাইজার সেবা প্রদানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির (আইআইএফসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে নতুন করে কার্যক্রম পরিচালনা করছে সরকার।
প্রকল্প সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প ‘ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে’। ভাঙ্গার আদোলে গোল চত্তর নির্মাণের প্রকল্পের জন্য জালকুড়িকে প্রাদান্য দিয়েছে কর্তৃপক্ষ। সেখানে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোর্ডের দুই পাশে অনেক জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এছাড়া শীতলক্ষ্যা নদীর উপর ক্যাবল স্টেট ব্রিজ নির্মাণ হবে। যাতে নদীতে কোনও পিয়ার হবে না।
সড়াতে হতে পারে ৭ দপ্তরের কার্যালয়, হস্তান্তর হবে ২ দপ্তরের জমি
ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প এলাকায় নারায়ণগঞ্জ অংশে রয়েছে ‘নারায়ণগঞ্জ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র’, ‘কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’, ‘নারায়ণগঞ্জ আবহাওয়া অধিদপ্তর’, ‘শিবু মার্কেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন’, নির্মাণাধীন ‘নারায়ণগঞ্জ মডেল স্কুল’, নির্মানাধীন ‘নারায়ণগঞ্জ কারিগরী স্কুল এন্ড কলেজ’, নির্মাণাধীন ‘নারায়ণগঞ্জ আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার’। এছাড়াও প্রস্তাবিত ‘নারায়ণগঞ্জ পিবিআই এর কার্যালয়’ ও ‘নারায়ণগঞ্জ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জমি’ হস্তান্তর করা হতে পারে।
এতে শত শত কোটি টাকা ক্ষতি হতে পারে সরকারের।
আপনার মতামত লিখুন :