News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ফুটপাতে বসার জায়গা নিয়ে মারামারি, হকারের ঘুষিতে হকার নিহত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৬:৪৩ পিএম ফুটপাতে বসার জায়গা নিয়ে মারামারি, হকারের ঘুষিতে হকার নিহত

নারায়ণগঞ্জ শহরে ফুটপাতে বসা নিয়ে বিরোধে এক হকারের মারধরে ইমান নামে আরেক হকার নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে শহরের উকিলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ইমান সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে। সে ফুটপাতে মেহেদী পাতা ও ফুল বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।


নিহতের স্ত্রী রোকেয়া বেগম বলেন, ‘গত কয়েকদিন ধরে আফজাল নামে এক হকার নেতা ইমানের জায়গায় গাউছ নামের আরেক হকারকে বসানোর চেষ্টা করছিলো। সকালে মেহেদী পাতা বিক্রি করার সময় হটাৎ গাউছ এসে ইমানের কাছ থেকে মেহেদী পাতার ডালা ফেলে দেয়। এনিয়ে তর্ক বিতর্ক শুরু করে গাউছ ইমানকে ঘুষি মারে। সাথে সাথেই মাটিতে লুটিয়ে পরে সে।


আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক বিনয় বাড়ৈ বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। এই ঘটনায় পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Islam's Group