News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২

৩০ দিন কারাগারে থাকতে হবে শ্রমিক দল আহবায়ক ও তরুণ দল সভাপতিকে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৭:০৬ পিএম ৩০ দিন কারাগারে থাকতে হবে শ্রমিক দল আহবায়ক ও তরুণ দল সভাপতিকে

নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম ও জেলা তরুণ দলের সভাপতি টি.এইচ তোফাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিন কারাভোগের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।

বুধবার (৬ আগস্ট) রাতে নাসিক ৬ ও ৪ নং ওয়ার্ড হতে তাদের আটক করা হয়। 

পুলিশ সুত্রে জানা গেছে, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে আটক করা হয়েছে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ তাদের বিরুদ্ধে। যার ফলে গতরাতে আটক হোন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবির টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, বিএনপি নেতা আসলামের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে গোয়েন্দাদের অসংখ্য অভিযোগ রয়েছে। 

নারায়ণগঞ্জের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির জানান, তোফাকে আটক করে নিয়ে আসা হয়েছে।
হবে। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, তোফা এবং আসলামকে চাঁদাবাজির অভিযোগে আটক করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আটও বহু অভিযোগ রয়েছে। 

Islam's Group