গাজীপুরে প্রকাশ্যে দিবালোকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে মহানগর ইসলামী আন্দোলনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জ শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে সমাবেশ করে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।
ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহের সভাপতিত্বে বক্তব্য রাখেন সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সামশুল আলম, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শফিকুল ইসলাম, শহর শাখার সভাপতি কবির হোসেনসহ আরো অনেকে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নারায়ণগঞ্জে প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুম তুহিনের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সন্ধ্যার মতো জনসমাগমপূর্ণ সময়েও একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা প্রমাণ করে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা নাজুক। সাংবাদিক সমাজ ও প্রতিবাদী জনতা আজ চরম নিরাপত্তা হীনতায় ভুগছে। অবিলম্বে এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকান্ডের মধ্য দিয়ে আবারো প্রমাণ হয়েছে, ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে দেশ এখন সন্ত্রাসী চাঁদাবাজদের দখলে চলে গেছে।
এই সন্ত্রাসী চাঁদাবাজদের এবং এদের পৃষ্ঠপোষক রাজনৈতিক সামাজিক শক্তিকে প্রতিহত করতে না পারলে আমাদের কারোরই নিস্তার নাই।
নেতৃবৃন্দ আরও বলেন, ফুটপাতে কারা চাঁদাবাজি করে তা সবাই জানে। এই হত্যাকাণ্ডের সাথে তাদের সম্পৃক্ততা স্পষ্ট। অবিলম্বে এদের গ্রেফতার করতে হবে এবং শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, একের পর এক এরকম হত্যাকাণ্ড, জুলুম করেই যাচ্ছে। অপরদিকে প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। দেশের জনগণ আইনের শাসন পাচ্ছে না।
নেতৃবৃন্দ হতাশা ব্যক্ত করে বলেন, একটি মহলের উর্ধ্বতন নেতৃবৃন্দের উস্কানিমূলক বক্তব্য দেশ আরও অশান্ত করে তুলছে। প্রকাশ্যে তারা মানুষকে দা, কুড়াল ও চাপাতি দিয়ে কেটে টুকরো টুকরো করে দেয়ার হুমকি দিচ্ছে। এটা কোন সভ্য মানুষের বক্তব্য হতে পারে না। এমন বক্তব্য কেবল উগ্র সন্ত্রাসীদের পক্ষ থেকেই আসতে পারে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আপনার মতামত লিখুন :