নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন সহ চল্লিশটি স্থানে মাদক ব্যবসা বন্ধ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে ভুক্তভোগী কয়েকটি এলাকাবাসী। সোমবার দুপুরে জেলা প্রাসশকের কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে স্মারকলিপি দেন তারা।
মানববন্ধনে নারায়ণগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান বাবু জানান, ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন, দেওভোগ, মাসদাইর, চাঁদমারী সহ চল্লিশটি স্থানে দীর্ঘদিন ধরে এলাকার কিছু চিহ্নিত মাদক ব্যবসায়ী নানা বয়সীদের কাছে মাদক বিক্রি করে তারা যুব সমাজ ধ্বংস ও পরিবারকে নিঃস্ব দ্বারপ্রান্তে। মাদক ব্যবসা বন্ধ ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
আপনার মতামত লিখুন :