শব্দ দূষণের অভিযোগে দুইটি যানবাহনকে আর্থিক দণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার ২২ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনব্বর হেসেন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকার্তাদের সমন্বয়ে গঠিত একটি দল শব্দ দূষণ বন্ধে এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো. হুজ্জাতুল ইসলাম প্রসিউকিশন প্রদান করেন।
অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লংঘন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) মোতাবেক নারায়ণগঞ্জের সদর উপজেলায় শব্দদূষণকারী দুইটি যানবাহন থেকে ৪ হাজার টাকা জরিমানা ও ২টি হর্ণ জব্দ করা হয়। নারায়ণগঞ্জে শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে এক প্রেস বিবৃতিতে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।
আপনার মতামত লিখুন :