২২ অক্টোবর বুধবার সকাল ১১ টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ডেঙ্গু, চিকনগুনিয়া সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আগামী জাতীয় সংসদ
নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে লিফলেট বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উকিল পাড়া, পালপাড়া, নন্দীপাড়া, ভূইয়ারবাগ হয়ে ১৪ নং ওয়ার্ডের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ জনবসতি ও ব্যবসায়ী এলাকা
প্রদক্ষিণ করে ২ নং রেল গেইট হয়ে উকিল পাড়া এসে শেষ হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএনপির প্রতিষ্ঠাকালীন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা বর্তমান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবদুস সবুর খাঁন সেন্টু, মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক স্বৈরাচার বিরোধী ৯০ ও ২৪ জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতা মোঃ আনোয়ার হোসেন আনু, ৯০ ও ২৪ এর জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা সাবেক জেলা ছাত্রদল ও ৯০ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের সর্ব দলীয় ছাত্র ঐক্যের সাবেক ছাত্র দল ও মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সদর থানা বিএনপির সহ সভাপতি মহসিন উল্ল্যাহ, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক হানিফ।
আরও উপস্থিত ছিলেন মহানগর, সদর থানা, ১৪ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যথাক্রমে দেলোয়ার, আওলাদ, ইব্রাহিম, বাশার, শিপন, শাহ জালাল, রুহুল আমিন, মহিউদ্দিন, মনির, মনু, জাহাঙ্গীর, আল ইসলাম, সেলিম আহাম্মেদ, সঞ্জু, সুজন, নাঈম, জিতু, শ্যামল প্রমুখ।
পথসভায় সভাপতিত্ব করেন ১৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা সাবেক নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক বর্তমান মহানগর বিএনপি নেতা সরকার আলম। পথসভায় বক্তারা বলেন আগামীতে প্রতিনিয়ত ধারাবাহিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে মাসুদুজ্জামান মাসুদের নেতৃত্বে ৩১ দফা, ডেঙ্গু সচেতনতা ও পাশাপাশি সামাজিক, মানবিক কাজ অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :