News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

নব উদযন উদযাপন কমিটির পক্ষে প্রসাদ বিতরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ১০:৫৭ পিএম নব উদযন উদযাপন কমিটির পক্ষে প্রসাদ বিতরণ

শ্রী শ্রী শ্যামাকালী পূজা উপলক্ষ্যে শহরের নিতাইগঞ্জের আমেনা মঞ্জিল সংলগ্ন পূজা মণ্ডপে নব উদয়ন উদযাপন কমিটির উদ্যোগে দর্শনার্থীদের মাঝে রান্না করা প্রসাদ বিরতণ করা হয়েছে। বুধবার ২২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টায় উক্ত প্রসাদ বিতরণ উদ্বোধন করেন রণবীর রায় চৌধুরী স্মৃতি সংসদের ফাউন্ডার জয় কে রায় চৌধুরী বাপ্পি।

এ সময় আরো উপস্থিত ছিলেন বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সেক্রেটারি প্রবাস সাহা, শ্যামা পূজা কমিটির সভাপতি  নারায়ন চন্দ্র সাহা নারু, সাধারণ  সম্পাদক গৌরাঙ্গ  সাহা, বলদেব জিউড় আখড়া ও শিব মন্দিরের সহ সাংগঠনিক সম্পাদক জগন্নাথ সাহা,প্রশান্ত সাহা সহ প্রমুখ।

Islam's Group