নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইগড় এলাকায় পুকুর ভরাট কার্যক্রম বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার ২২ অক্টোবর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোনব্বর হেসেন এর নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের কর্মকার্তাদের সমন্বয়ে গঠিত একটি দল ওই অভিযান পরিচালনা করেন।
গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালাতে সেখানে পুকুরটির পানি সেচা কাজ চলমান পাওয়া যায়। তবে ভরাট কাজ শুরু করা হয়নি। এমন অবস্থায় অভিযান টিমের কাছে প্রযোজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় সকল কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে দাখি করার নির্দেশ দিয়ে পুকুর ভরাট কাজ বন্ধ করে দেন।
পুকুর হলেও জমির রেকর্ডিয় শ্রেণী নাল, কিন্তু তারা তৎক্ষৎ জমির পর্চা দেখাতে ব্যর্থ হন। বিজ্ঞ জমির পর্চা দাখিলের পর ডিসি অফিসে শুনানী শেষে এই বিষয়ে নির্দেশনা প্রদান করা হবে বলেন বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট জানান।
আপনার মতামত লিখুন :