নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘মনোনয়ন যাকেই দেয়া হবে তার পক্ষেই দলের সব নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এটাই দলের হাইকমান্ডের নির্দেশনা’। সোমবার ২০ অক্টোবর রাতে গুলশান কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনে চারজন মনোনয়ন প্রত্যাশীদের তলব করা হয়। সেই তলবে হাজির হয়ে দলের নির্দেশনা জেনে শুনে রাজীব ফেসবুকে পোষ্ট দিলে আলোচনা সৃষ্টি হয়েছে।
এদিকে প্রার্থীদের তলবে এক ফ্রেমে দেখা গেছে, নারায়ণগঞ্জ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা। সেখানে তাদের মধ্যে টিপু ও আশা মুখে হাস্যজ্জল দেখা গেলেও বাকিদের মুখ ছিলো নিরব।
মনোনয়নপ্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ ফেসবুকে পোস্ট করেছেন, ‘সময়ে এসেছে ভেদাভেদ ভুলে এক কাতারে দাঁড়ানোর। তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ঐক্যবদ্ধ’। এর আগে বিভিন্ন অনুষ্ঠানে মাসুদুজ্জামান মাসুদের বক্তব্যে ছিলো এমন বাক্য ঘিরে।
অন্যদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আবুল কাউসার আশা জানান, কেন্দ্র তলবে সাড়া দিয়েছি। দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে থাকার নির্দেশনা পেয়েছি। আগামীকাল থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি রাজনীতি সক্রিয়তা থাকবে ভিন্ন রকমে।
একই সুরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক রেজা রিপন বলেছেন, ধানের শীষ যার আমরা একতাবদ্ধ বিএনপি তার। সকল কাদা ছোড়াছুটি বন্ধ। মেসেজ ক্লিয়ার।
অপরদিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটির কয়েকজন জানান, দলের প্রধান বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যাকেই মনোনয়ন দিবেন তার পক্ষে তৃণমূল নেতাকর্মীরা থাকবে। কে ত্যাগী, নির্যাতিত, দলের গুরুত্ব বহন করে সব কিছু তারা জানেন। তাই শো-ডাউন আর লিফলেট বিতরণ করে দলের হাইকমান্ডে নজর কাড়াতে লাগবে না। চলতি সপ্তাহে নারায়ণগঞ্জের ৫টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা আভাস পাওয়া গেছে। দ্রুত সময়ে ঘোষণা দেয়া হলে এক মঞ্চে মনোনয়ন প্রত্যাশীদের দেখার অপেক্ষা করছে তৃণমূল। দীর্ঘ ১৬ বছর বেশি সময়ে নারায়ণগঞ্জ বিএনপিতে দল ও প্রার্থী লড়াইয়ে তৃনমূলকে বিভাজন করা হয়েছে। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নারায়ণগঞ্জ বিএনপিতে এক কাতারে দেখা যাবে নেতা ও নবীনদের।
আপনার মতামত লিখুন :