News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

হাসিনা জনগণকে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে দেয়নি: গিয়াস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৮:৩১ পিএম হাসিনা জনগণকে ভোটের মাধ্যমে নির্বাচিত হতে দেয়নি: গিয়াস

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, আপনারা ও আমরা ১৬ বছর আন্দোলন সংগ্রামে ছিলাম। ফ্যাসিষ্ট শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। তিন তিনবার এ দেশে নির্বাচনের নামে প্রহসন করেছে। জনগণের ভোটের অধিকার খর্ব করেছে। জনগণের ভোট প্রয়োগ করে পছন্দমত ব্যক্তিকে নির্বাচিত হতে দেয় নাই। জবর দখল করে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। ক্ষমতায় থেকে তারা এ দেশের অর্থ-সম্পদ দুই হাতে লুটপাট করেছে। চোর ডাকাতের মত চুরি করে ডাকাতি করে দেশের অর্থ-সম্পদ বিদেশে পাচার করেছে। আর এ দেশে যারা স্বৈরাচারের দোসর ছিল তারা অবৈধ সম্পদের পাহাড় রচনা করেছে। 

বুধবার (২২ অক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া আমজাদ মার্কেট এলাকায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের প্রিয়নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় ১৬ বছর রাজপথে থেকে আন্দোলন করেছি। গুম, খুন, হত্যা মামলাসহ যতপ্রকার নির্যাতন ছিল সবটুকু স্বৈরাচার করেছে। আমরা তারপরেও সেগুলোকে ভয় করি নাই। তাদের অত্যাচার, নির্যাতনকে উপেক্ষা করে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আন্দোলন করেছি। ৫ আগষ্ট স্বৈরাচারের পতন হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। এখন মুক্ত স্বাধীন দেশ। আপনারা এখন চান মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালে অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা স্বাধীন করি। লক্ষ্য উদ্দেশ্য ছিল গনতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থা হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। মানুষের মৌলিক অধিকার থাকবে, অর্থনৈতিক মুক্তি আসবে। মানুষ শান্তিতে এ দেশে বসবাস করবে। স্বৈরাচার তার সব কিছু ধ্বংস করে দিয়ে গেছে।
 
নাসিক ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি জিএম সাদরিল, মোস্তফা কামাল, সেলিম মাহমুদ, ডিএইচ বাবুল, রওশন আলী, এ্যাড. মাসুদুজ্জামান মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুগ্ম সম্পাদক কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাবেক সদস্য সচিব কায়সার রিফাত, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, কৃষকদল নেতা নাছির প্রধান, ২নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুবেদ আলী, যুগ্ম-সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সোলাইমান পলাশ, সদস্য হাজী শহীদুল্লাহ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূইয়া, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনি প্রমূখ। 
 

Islam's Group