News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭ কার্তিক ১৪৩২

রাজনৈতিক দল গুলোর উপর চাপ সৃষ্টির ভোটারদের রাজিবের পরামর্শ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০৭:৪৫ পিএম রাজনৈতিক দল গুলোর উপর চাপ সৃষ্টির ভোটারদের রাজিবের পরামর্শ

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুকুল ইসলাম ইসলাম রাজিব, কেন ভোট দিবেন বা যাকে দিবেন যে দলকে দিবেন কি কারণে তাকে ভোটটা দিবেন সেটা আপনাকে জানতে হবে। সে যে প্রতিশ্রুতি দিচ্ছে সেটি পূরণ হয়েছে কিনা, আমার মত আরো কেউ ভোট চাইতে আসলে যেন আপনারা জবাবদিহিতায় আনতে পারেন। প্রশ্ন করতে পারেন। যদি দিন পর্যন্ত রাজনৈতিক দল গুলোর উপর এই চাপটা না দিতো পারবো ততদিন পর্যন্ত আমরা যে বাংলাদেশটা দেখতে চাই আমাদের সেই আশাটা পরিপূর্ণ ভাবে বাস্তবায়ন হবে না। এজন্যই আমাদের নেতা ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা গুলো জানা থাকলে আপনি ভোট দিতেও যেমন আপনাদের আনন্দ লাগবে। তেমনি ভবিষ্যতে আপনারা যেকোন মানুষকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন যে আপনারা বলেছিলেন কিন্তু সেটা বাস্তবায়ন করেননি।

বুধবার ২২ অক্টোবর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৮ ও ৯নং ওয়ার্ডে গণসংযোগ ও তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ ভোটারদের সাথে এভাবেই বাংলাদেশ নিয়ে তারেক রহমানের ভবিষ্যত ভাবনার কথা গুলো তুলে ধরেন তিনি।

গণসংযোগ শেষে সাংবাদিকদের কাছে তিনি বলেন, আমরা আমাদের নেতার ৩১ দফার বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দেওয়ার চেষ্টা করছি। এখানে ব্যাপক সাড়া পাচ্ছি। ধানের শীষ প্রতীকের প্রতি সাধারণ মানুষের একটি অকৃতিম ভালবাসা ও আস্থা আছে। সেই আস্থাটাকে বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষ গুলো দুর্বল করার জন্য বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সেটা থেকে মুক্ত করার জন্যই মানুষকে প্রকৃত বিএনপির চরিত্র, তারেক রহমানের সাধারণ মানুষ ও বাংলাদেশকে নিয়ে ভাবনার কথা গুলো তুলে ধরছি। বিএনপি সম্পর্কে সাধারণ মানুষ জানে আমাদের কাছ থেকে কথা গুলো শুনে তাদের আত্মবিশ্বাস আরো বাড়ছে। দীর্ঘদিন যাবত ফ্যাসিস্ট সরকার দ্বারা দেশের উন্নয়ন না হওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু জাতীয়তাবাদী দলের কাছে মানুষের প্রত্যাশা অনেক। আমরা সেটা অবশ্যই পূরণ করবো যদি আমরা রাষ্ট্রক্ষমতায় আসতে পারি।

লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণায় জেলা ও ফতুল্লা থানা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Islam's Group