News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা উদ্বেগ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৫, ১১:২৪ পিএম সাংবাদিকের উপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা উদ্বেগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার দ্বারা হামলায় শিকার হয়ে তিনজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামী।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে এক বিবৃতিতে জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবদুল জব্বার এই বিবৃতি প্রদান করেন।

একই সাথে তিনি এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, সাংবাদিকের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা। তাদেরকে বাধা দেয়া যাবে না। যদি কোনো বক্তব্য থাকে সেটা বলতে পারেন। কিন্তু হামলা করা কখনই উচিত না। এটা বিরাট বড় অন্যায়। সাংবাদিকদের উপর হামলা শুধু ব্যক্তির উপর নয় এটি মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত।

তিনি আরও বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর থেকেই একটি দলের নামধারী কিছু নেতাকর্মী পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের মত আচরণ শুরু করেছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক। সাধারণ মানুষ থেকে শুরু করে গণমাধ্যমকর্মীরাও রেহাই পাচ্ছে না।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জের ফতুল্লায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে কথিত বিএনপি নেতার দ্বারা হামলায় শিকার হয়েছেন জাগো নিউজের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ও ক্যামেরা ম্যান সহ ৩ জন। এই সময়ে হামলাকারীরা ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করেছে। এক পর্যায়ে তিনজন সাংবাদিককে আটকে রেখে বেধড়ক মারধর করেছে। পরে সহকর্মীদের সাহায্যে মূল অপরাধী কথিত বি এন পি নেতা সাবেক পুলিশ সদস্য  শাহাদাৎকে পুলিশের  হাতে তুলেদেওয়া হয়েছে।

Islam's Group