শনিবার (১৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ শহরের আদর্শ স্কুলের অডিটোরিয়ামে হিফজুল কোরআন একাডেমির দ্বিতীয় হিফয সমাপনী অ্যাওয়ার্ড - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ-৫ এর সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ নৈতিক শিক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলে মিলে নৈতিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে দেশটাকে ভালো করি, দেশ ভালো থাকলে আমরা ভালো থাকবো।
মাদরাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটা সময় মাদরাসায় এত ছেলে-মেয়ে পড়তো না।
তিনি তুরস্ক ও মিশরের মন্ত্রীদের উদাহরণ টেনে বলেন, তারা বাচ্চাদের সাথে কোরআন তেলাওয়াত করতেন এবং শুনতেন।
তিনি উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমি বলতে চাই, আপনারা মাদরাসায় পড়লে ঠকে যাবেন না। আপনারা হয়তো জানেন, একজন হাফেজ ছাত্র ১০ জন নিকটাত্মীয়কে জান্নাতে নিয়ে যাবে।
তিনি আরও যুক্ত করেন যে, মাদরাসার ছাত্ররাও ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টার হবে। তিনি শিক্ষকদের প্রতি শিক্ষা পরিচর্যার দায়িত্ব পালনের আহ্বান জানান।
হিফজুল কুরআন একাডেমির পরিচালক ও সভাপতি হাফেজ মাওলানা মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ও বাংলাদেশ বেতারের আলোচক হযরত মাওলানা শাইখ জামাল উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, "কুরআনের ১ম হাফেজ আল্লাহ নিজে, ২য় হাফেজ জিবরাইল (আঃ) এবং ৩য় হাফেজ হযরত মুহাম্মদ (সাঃ)। কোরআন ব্যতিত অন্য কোনো ধর্মে হাফেজ নাই।"তিনি কোরআনের আলোকে ইহকাল এবং পরকাল নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন ইসলামিক নাশিদ শিল্পী, গীতিকার ও সুরকার মশিউর রহমান, যার ইসলামী সংগীত পরিবেশনায় অডিটোরিয়াম প্রাঞ্জল হয়ে ওঠে।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুন-নূরাঈন আল ইসলামিয়া মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মামুনুর রশিদ এবং কুরআনিক সাইন্স মডেল মাদরাসার প্রিন্সিপাল অধ্যাপক মুফতি আবদুল হালিম।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আতাউল্লাহ খান। অভিভাবক বৃন্দের পক্ষ থেকে নাশিদ পরিবেশন করেন শিল্পী আনিসুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অত্র একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মুহাম্মদ আবু সুফিয়ান, আদর্শ স্কুল শিক্ষক মাওলানা নুরুল ইসলাম, হাফেজ মাওলানা কামরুল হোসাইন, নারায়ণগঞ্জ জামায়াতে ইসলামীর পূর্ব থানার আমীর মাওলানা হাবিবুর রহমান, এবং তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা নারায়ণগঞ্জ শাখার পরিচালক ইকবাল হোসাইন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ও সভাপতির হাত ধরে হিফয সমাপনকারী ছাত্রদের পাগড়ী পরিয়ে দেওয়া হয়। মাওলানা মামুনুর রশীদ সমাপনী ছাত্রদের সবক (শেষ পাঠ) পড়ান।



































আপনার মতামত লিখুন :