News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২

ড্রেনের ময়লা পড়ে থাকে সড়কে, যানজটে ভোগান্তি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১২:২৩ পিএম ড্রেনের ময়লা পড়ে থাকে সড়কে, যানজটে ভোগান্তি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডে টানা কয়েকদিন ধরে সড়কের উপর ড্রেন থেকে ময়লা তুলে রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের ভাষ্য, এই অব্যবস্থাপনার জন্য চরম দুর্ভোগে পড়তে হচ্ছে সবাইকে। জানা গেছে, ১৪ নং ওয়ার্ডের পানির টাংকি থেকে মাসদাইর বাজার পর্যন্ত চলে গেছে শেরে বাংলা সড়ক। এটি নগরীর ব্যস্ততম সড়কগুলোর একটি। বিসিক শিল্পাঞ্চলের মালামাল পরিবহন থেকে শুরু করে, মাসদাই আদর্শ স্কুল, তোলারাম কলেজসহ কয়েকটি বড় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পথে প্রতিদিন যাতায়ত করেন। এছাড়া, ১৩ ও ১৪ নং ওয়ার্ডের বাসিন্দারাও সড়কটি ব্যবহার করেন। এলাকাবাসী জানান, টানা কয়েকদিন ধরে দেওভোগ পানির ট্যাংকি থেকে মাসদাইর বোয়ালিয়া খালের মোড় পর্যন্ত রাস্তার এক পাশে ড্রেনের স্লাব খুলে ভেতরের ময়লা রাস্তায় স্তুপ করে রাখা হয়েছে। ফলে এমনিতেই সরু এই রাস্তায় ঠিকমতো গাড়ি চলাচল করতে পারছেনা। স্থানীয়দের যাতায়তের ক্ষেত্রেও ভোগান্তী তৈরি হচ্ছে।

আবুল হোসেন নামে পানির ট্যাংকি এলাকার এক বাসিন্দা বলেন, ড্রেন পরিষ্কার করায় আমাদের উপকার হয়েছে। কিন্তু এই ময়লাটা যদি সাথে সাথে তুলে নেয়া হইত তাহলে ভালো। এখন ধরেন এই ময়লাটা যদি ৩-৪ দিন রাস্তায় পড়ে থাকে তাহলে নানান সমস্যা। একটা প্রাইভেট কার ঢুকলে রাস্তায় বড় জ্যাম লেগে যায়। জনগণের সুবিধার কথা চিন্তা করে যদি এই কাজগুলো দ্রুত সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে সবার উপকার হতো।

মাসদাইর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, এই রাস্তাটা তো ছোট, তাই ড্রেনের স্লাবগুলো খুলে রাখায় রাস্তার একপাশ দিয়ে গাড়ি চলাচল করতে পারছেনা। এটার জন্য মাঝেমধ্যে যানজট লেগে যায়। তখন সমস্যা বেশি হয়। আর মনে করে স্থানীয় লোকজনের তো একটু সমস্যা অবশ্যই হচ্ছে। তাই যদি এমন হয় যে, দিনে ময়ল তুলে রেখে রাতে গাড়িতে করে সরিয়ে ফেলে তাহলে উত্তম হতো।

১৪ নং ওয়ার্ডের সচিব ইমরান হোসেন জিসান এ বিষয়ে বলেন, ড্রেন সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত ময়লা এভাবেই রাখা হয়। আমরা বলেছিলাম কাজ শেষ না হওয়া পর্যন্ত নোটিশ বা ঘোষনা দিয়ে সড়কটিতে যান চলাচল সীমিত করতে। তবে সেটি করা হয়নি। এখন আমাদের কাজ হলো কাজের তদারকি করা, এর বেশি কিছু তো করার ক্ষমতা আমাদের নেই।

সিটি করপোরেশন থেকে ড্রেনের ময়লা অপসারনের কাজ পাওয়া প্রতিষ্ঠানের ঠিকাদার অহিদুল ইসলাম বলেন, আসলে আমরা এই এলাকার ড্রেন থেকে পরপর দুইবার ময়লা তুলেছি। এতে এলাকাবাসিও সন্তুষ্ট। তবে আপনারা (সাংবাদিক) যদি আমাকে ফাঁসাতে চান তাহলে আমিও বসে থাকবো না। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবো।

নাসিকের প্রধান প্রকৌশলী আজগর হোসেন এ বিষয়ে বলেন, ড্রেন থেকে ময়লা উঠানোর পর সাধারণত ৩ থেকে ৪ দিন সেই ময়লাটা শুকাতে সময় লাগে। এর আগে নরম ময়লা গাড়িতে দিয়ে তুলে নেয়া কঠিন হয়ে যায়। তাই একটু সময় লাগে এবং এরজন্য কিছু কিছু স্থানে দুর্ভোগও সৃষ্টি হয়। এটা ঠিকাদারের কোনো অপরাধ না। তবে আমাদের সামনে একটা মিটিং আছে, সেই মিটিংএ আলোচনা করবো যে কিভাবে এই কাজগুলো আরো দ্রুত সময়ের মধ্যে করা যায়।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group