নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও মনির সরদার এর নাম বিক্রি করে নতুন কোর্ট এলাকায় ওএমএস এর ট্রাকসেল পয়েন্টে প্রভাব বিস্তার করে চলেছে সজল নামের একজন বিএনপি নামধারী নেতা। সেখানে তিনি একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন। নিজের লোকদের সরকারি এই চাল ও আটা পাইয়ে দিতে তিনি প্রতিনিয়ত ওই স্থানের ডিলারদের উপর চাপ সৃষ্টি করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। এমনকি খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শকেরা স্পট পরিদর্শনে গেলে তাদের কাছে নিজেকে মাসুদুজ্জামান মাসুদ ও মনির সরদারের লোক বলে পরিচয় দিয়ে থাকেন।
তবে এ ব্যাপারে মনির সরদার বলেছেন, কেউ যদি যদি আমার নাম বিক্রি করে কোথাও কিছু করে সবার আগে তাকে সেখানে বেঁধে রেখে আমাকে ফোন দিবেন আমি নিজে ঘটনাস্থলে গিয়ে হাজির হবো।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটের চাঁদমারি এলাকায় নতুন কোর্ট মসজিদ সংলগ্ন খালি জায়গায় ওএমএস এর ট্রাক সেল পন্য বিক্রি করা হয়। নারায়ণগঞ্জে সিটি কর্পোরেশন ও সদর উপজেলা এলাকায় যতগুলো ওএমএস ডিলার রয়েছে তারা প্রত্যেকেই এখানে এক দিন করে সরকারি বরাদ্দের ওএমএস এর চাল ও আটা বিক্রি করে থাকেন। ফলে এখানে নির্দিষ্ট কোন ডিলার নেই। এই সুযোগে বিএনপি নাম ধারী সজল সেখানে প্রভাব বিস্তার করে চলেছে। পাশেই বিএনপির একটি কার্যালয় রয়েছে। ওই কার্যালয়ে সজলকে বসতে দেখা যায়। ফলে খুব সহজেই সেখানে নিজে সেখানে প্রভাব বিস্তার করেন।
সজল কোন ডিলার কিনা বা কেন তিনি এখানে আসে জানতে চাইলে সজল বলেন, আমি ডিলার না। আমি এই এলাকার স্থানীয়। তাই নিজে থেকে আমি এলাকার মানুষ যাতে ওএমএস এর মাল পায় সেই ব্যবস্থা করি। এখানে আমিই দেখাশোনা করি।
নাম প্রকাশ না করা শর্তে ওএমএস এর একাধিক ডিলার জানান, সজল মূলত এখানে এসে নিজেকে মডেল মাসুদ ও মনির সরদারের লোক পরিচয় দেয়। সে নিজে একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে। সে সিন্ডিকেটের মাধ্যমে তিনি লাইনে লোক দাঁড় করিয়ে ওএমএস পন্য নিয়ে যায়। তাকে কিছু বললেই সে মডেল মাসুদ ও মনির সরদারের কথা বলে।
সজল নামে কাউকে চিনেন কিনা এবং তার নাম বিক্রি করে প্রভাব বিস্তার ও সিন্ডিকেল গড়ছে এমন প্রশ্নের উত্তরে মনির সরদার জানান, আমি সজল নামে শুধু মহানগর যুবদলের আহ্বায়ককেই চিনি। নারায়ণগঞ্জের কোথাও যদি কেউ আমার নাম বিক্রি করে তাহলে আগে তাকে রশি দিয়ে বেঁধে আমাকে কল দিবেন আমি ঘটনাস্থলে এসে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।







































আপনার মতামত লিখুন :