News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

শহরের গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৮:২৮ পিএম শহরের গলাচিপায় যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার ৪

শহরের গলাচিপায় যৌথ অভিযানে চারজন মাদক কারবারি ও সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেপ্তারের লক্ষ্যে নগরীর গলাচিপা এলাকার কলেজ রোডে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে আটককৃতরা হলো আল-আমিন (২৬), আলী আহমেদ অভি (৩০), মোঃ আদর মিয়া (২৫) এবং মোঃ ইমদাদুল (২৮)।

অভিযানকালে তাদের কাছ থেকে মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র, একাধিক মোবাইল ফোন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। যৌথ বাহিনীর তথ্যমতে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল।

ফতুল্লা থানার ওসি আব্দুল মান্নান জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।