News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

এমপি হলে হযরত ওমরের ভূমিকায় থাকবো : নান্নু মুন্সী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৪৩ পিএম এমপি হলে হযরত ওমরের ভূমিকায় থাকবো : নান্নু মুন্সী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩ (সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সীর সিদ্ধিরগঞ্জের প্রধান নির্বাচনীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এ কার্যালয় উদ্ভোদন করা হয়। 

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সি বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি হযরত ওমর এর ভূমিকায় দায়িত্ব পালন থাকবো। যার অন্য বস্ত্র দরকার তাকে অন্য বস্ত্র দিব। যে কোনো ধর্মের মানুষ আমাদের কাছে নিরাপদ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের কাছে নিরাপদ। তাদের উপর কেউ জুলুম করতে পারবে না। ইসলাম এমন একটা জিনিস কোন জুলুমকারীকে আল্লাহতালা পছন্দ করে না। আর আমি সেই দলের লোক। আমাকে ভোট দেওয়া আর হাফিজ হুজুরকে ভোট দেওয়া একই কথা। আমি তার দলে প্রতিনিধিত্ব করি। 

উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার মহা সচিব মাওলানা শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মুশফিকুর রহমান জামাল, হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মেহেদী হাসান, দপ্তর সম্পাদক মাওলানা ফয়সাল বীন হাসেম, মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল কালাম, হাফেজ ইকবাল হোসেন ও হাফেজ ইমরান হোসেন প্রমুখ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।