News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ১৫ মাঘ ১৪৩২

বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০৯:৩৩ পিএম বীর মুক্তিযোদ্ধা মোহর আলীর মৃত্যুতে গিয়াসউদ্দিনের শোক

জাসদ নেতা ও বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোহর আলী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।

সোমবার (২৬ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোক বার্তায় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “মোহর আলী চৌধুরী ছিলেন একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা ও নিবেদিতপ্রাণ সমাজকর্মী।নারায়ণগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা একজন সুযোগ্য অভিভাবক ও আজন্ম লড়াকু ব্যক্তিত্বকে হারালাম। এই অপূরণীয় ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।”

উল্লেখ্য, সোমবার রাত আনুমানিক ৮টায় মোহর আলী চৌধুরী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ সময় শহর সমাজসেবা কার্যালয় প্রকল্প সমন্বয় পরিষদের সভাপতি এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্কের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি এডাব নারায়ণগঞ্জ ও প্রভাত সমাজ কল্যাণ সংস্থাসহ অসংখ্য সংগঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন।