ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে নারায়ণগঞ্জ-৪ আসন এলাকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে বিশেষ আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
সভায় নারায়ণগঞ্জ-৪ আসন এলাকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির বলেছেন, আমরা গ্রহণযোগ্য শান্তিপূর্ণ একটা নির্বাচন করতে চাই। প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করবেন। আমরা তথ্য নিচ্ছি। ভয়ভীতির সাথে জড়িত থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। আমাদের কাছে সকল প্রার্থী সমান। সকলের জন্য সমান পরিবেশ নিশ্চিত করতে চাই।
তিনি আরও বলেন, বিগত তিনটি নির্বাচন আমরা ভালো করতে পারি নাই। একই ভুল বারবার করতে চাই না। আগামী প্রজন্মের জন্য হলেও একটি ভালো নির্বাচন দরকার। প্রশাসনের জন্যও এই নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। কোথাও কোনো অসঙ্গতি দেখলে সেটা শক্ত হাতে দমন করবো। আমরা সবাই মিলে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করবো।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্ব করার সুযোগ নেই। কেন্দ্রভিত্তিক বডিঅন ক্যামেরা থাকবে। চাঁদাবাজি সন্ত্রাসীদের কোনো ছাড় দেয়া হবে না। আমাদের প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী সকলের প্রচেষ্টায় একটা ঐতিহাসিক নির্বাচন হবে এবার।
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর সহকারী রিটার্নিং অফিসার এস এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এসময় উপি




































আপনার মতামত লিখুন :