নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের তরুণ কিশোর হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।
রবিবার ৪ মে সকালে নাসিক ৮নং ওয়ার্ডের এনায়েতনগর এলাকা হতে এদের আটক করা হয়েছে।
আটকরা হলেন, গোপালগঞ্জের মৃত লতিফ শেখের ছেলে ওসমান (১৬) এবং জামালপুরের বুল্লুর ছেলে আব্দুল (১৬)।
(ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, এলাকাবাসীর সহযোগিতায় দুইজনকে আটক করা হয়েছে। এখনো ভিকটিমের পরিবার মামলা দায়ের করাননি। আমাদের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এরআগে, গতকাল শনিবার ৩ মে সকালে ৮নং ওয়ার্ডের এনায়েতনগ লাকি বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইটি কিশোর গ্রুপের ঝামেলা সৃষ্টি হয়। পরবর্তীতে সেই ঝামেলাকে কেন্দ্র করে রাতে দু-গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষকালে ওসমান নামের এক তরুণের ছুরিকাঘাতে নিহত ইয়াছিন রক্তাক্ত আহত হয়। পরে ঘটনাস্থল থাকা মানুষজন তাকে নারায়ণগঞ্জের ৩০০ শষ্যা খানপুর হাসপাতাল নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :