নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিন সস্তাপুর এলাকার ইন্টারনেট ব্যবসা দখল করতে উজ্জল, মো. মিঠু ও সম্রাট তিন ভাই বাহিনীর অনুসারীরা ইয়ামিন নামের এক যুবককে বাসা থেকে তুলে নিয়ে হত্যার উদ্দেশ্যে সুইচ গিয়ার দিয়ে ছুরিঘাকাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার ৩ মে রাতে ফতুল্লা মডেল থানায় আহত ইয়ামিনের বাবা আবুল হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযুক্তরা হলো উজ্জল (৪৫), মিঠু (৪৭), সম্রাট (৩৮), সালাম (৩৫), শুক্কুর (৩৮), রিয়াদ (৩০), আলমগীর (২৯), রনি (৩২), পান হাসান (৩০), পান স্বপন (৩৫), মামুন (৩০), আমির (৩২) ও মো. স্বপন (৩৩)।
আবুল হোসেনের অভিযোগ সূত্রে জানা গেছে, দীর্ঘ ১২ বছর যাবত অভিযোগকারী ও তার ছেলেরা ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছে। হঠাৎ করে ইন্টারনেট ব্যবসা দখল করতে মরিয়া হয়ে উঠে উজ্জল, মিঠু ও সম্রাট তিনভাই বাহিনীর সাঙ্গাপাঙ্গারা। ১ মে বিকেলে ইয়ামিনকে তার বাসা থেকে তুলে আনতে যায় তিনভাই বাহিনীর লোকেরা। ওই সময় ইয়ামিনের ভাই বোনেরা বাধা দিলে তাদের মারধর করে। ইয়ামিনকে সুইচ গিয়ার দিয়ে হত্যার উদ্দেশ্যে ছুরিঘাকাত করে।
ফতুল্লা থানার ওসি শরফিুল ইসলাম জানান, ব্যবসা নিয়ে মারামারি ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :