২৮ আগষ্ট বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ভবনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০০ শতবছর পূর্তি পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) উপলক্ষে মইনীয়া যুব ফোরাম নারায়ণগঞ্জ সোনারগাঁও শাখার আয়োজনে ছাত্র ছাত্রীদের মাজে বৃক্ষ বিতরণ ও মইনীয়া প্রকাশিত ধর্মীয় বই উপহার সহ পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর তাৎপর্য সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত সহ-সাংগঠনিক সম্পাদক ও সোনারগাঁও শাখার সভাপতি আবুসাঈদ মোহাম্মদ সালেক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সোনারগাঁও উপজেলার সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা জনাব ইকবাল হোসেন মহোদয়।
প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হোসেন বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সাঃ) এর আদর্শ হচ্ছে সমাজ থেকে দুর্নীতি সহ সমস্ত অনৈতিক কর্মকান্ডের বিনাশ করা, এবং সকলের মধ্যে শান্তি সম্প্রীতি ও ইনসাফ প্রতিষ্ঠা করা, ১৫০০ শতবছর পূর্তি ঈদে মিলাদুন্নাবী উপলক্ষে মইনীয়া যুব ফোরামের এই মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে এভাবেই মানবিক কার্যক্রমে বহুদূর এগিয়ে যাবে মইনীয়া যুব ফোরাম।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সালেক বলেন, মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ইমাম ও মইনীয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা ড, সৈয়দ সাইফুদ্দীন আহমেদ মাইজভান্ডারী ও সংগঠন সভাপতি শাহজাদা সৈয়দ মাশুক-এ মঈনুদ্দীন আল হাসানীর নির্দেশে সারাবছরই মইনীয়া যুব ফোরামের ৫০ হাজার নেতাকর্মী সারাদেশে সেচছায় মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। বিশেষ করে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে মইনীয়া যুব ফোরাম প্রতিবছর ৫ লক্ষ বৃক্ষ রোপণ করেন। কারন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, জলবায়ুর সমতা বজায় রাখা, জমির ক্ষয়রোধ, বনজসম্পদে সমৃদ্ধ হওয়া সবকিছুর জন্য চাই গাছ। তাই বৃক্ষরোপণ আধুনিক মানুষের জীবনে এক প্রাণপ্রদ উৎসব। প্রাকৃতিক পরিবেশের সাম্য রক্ষার জন্য দেশের মোট ভূখণ্ডের অন্তত শতকরা দশ ভাগ বনভূমি থাকা দরকার।
মোহাম্মদ সালেক আরো বলেন পৃথিবীতে নিঃস্বার্থ, প্রকৃত ও উপকারী বন্ধু হলো বৃক্ষ। বৃক্ষের ছায়াতলেই গড়ে উঠেছে মানবসভ্যতা। মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রোধ ও প্রকৃতির ভারসাম্য রক্ষাসহ নৈসর্গিক শোভাবর্ধনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। পরিবেশের দূষণ রোধ ও বৈশ্বিক উষ্ণতা কমাতে গাছ সবচেয়ে বেশি ভূমিকা রাখে।তাই পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে সারাদেশ ব্যাপী মইনীয়া যুব ফোরাম বৃক্ষরোপন করে থাকেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মো আজাদ হোসাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খলিফা শাহ হানিফ আল মাইজভান্ডারী, খলিফা শাহ রবিউল আল মাইজভান্ডারী, খলিফা আলী মাইজভান্ডারী, মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় কমিটি সদস্য ও গাজীপুর কালীগঞ্জ উপজেলা সভাপতি মাসুম মিয়া, মাহিম মিয়া, কামাল হোসেন, মাসুদ রানা সহ স্কুলের শিক্ষকবৃন্দ প্রমুখ।
আপনার মতামত লিখুন :