News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদর থানা কমিটি গঠন 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১১:০৯ পিএম ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সদর থানা কমিটি গঠন 

নারায়ণগঞ্জ সদর থানা কমিটির পরিচিতি সভায় ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দাবি জানিয়ে নারায়ণগঞ্জ সদর থানা কমিটির পরিচিতি সভা করেছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নারায়ণগঞ্জ সদর থানা কমিটি। 

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহীদ নগর অডিটোরিয়াম এ সভা করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) নারায়ণগঞ্জ সদর থানা কমিটির সভাপতি মোঃ শরীফ হোসেন। 

অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয় কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আজিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন  জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আলী, শহীদ নগর পঞ্চায়েত কমিটির সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সদর থানা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বাদশা, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আকনসহ স্থাীয় অন্যান্য নেতৃবৃন্দ। 

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের বৃহত্তর অপ্রাতিষ্ঠানিক শিল্পখাত হলো নির্মাণ খাত। এই খাতে দেশের প্রায় ৩৫ লাখের বেশি নির্মাণ শ্রমিক কাজ করছে। পৃথিবীর বিভিন্ন দেশেও প্রবাসী শ্রমিক হিসেবে দেশের সমপরিমাণ নির্মাণ শ্রমিক কাজ করছে। ইমারত নির্মাণ শ্রমিকরা আধুনিক নগর সভ্যতা বিনির্মাণের মূল কারিগর। দেশের দালান কোঠা, ব্রিজ কালভার্টসহ নান্দনিক সৌন্দর্যের সকল স্থাপনা ও অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। অথচ সেই নির্মাণ শ্রমিকরা এখনো খুবই মানবেতর জীবনযাপন করে। রাষ্ট্রের কাছে নির্মাণ শ্রমিকদের কাজের তেমন কোনো স্বীকৃতি নেই। তাদের সামাজিক সুরক্ষা নেই। ইমারত নির্মাণ সেক্টরে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত অনেক শ্রমিক আহত-নিহত হচ্ছে। অনেকেই দুর্ঘটনায় সারাজীবনের জন্য কর্মক্ষমতা হারিয়ে পঙ্গুত্ববরণ করছে। যে শ্রমিকরা আধুনিক সভ্যতা নিমাণের কারিগর তাদের শ্রমের ন্যায্য মজুরি, বাসস্থান, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য দেশের স্বাধীনতার ৫৪ বছর পর আজও আন্দোলন করতে হচ্ছে, যা খুবই দুঃখজনক।

নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড, ২০২০ (বিএনবিসি) অনুযায়ী নির্মাণ শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা, ন্যায্য মজুরি এবং উপযুক্ত কর্মঘণ্টা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ পাওয়ার অধিকার, ট্রেড ইউনিয়ন গঠনের অধিকার, এবং কর্মসংস্থান সংক্রান্ত চুক্তিপত্রের অধিকার কথা বলা হয়েছে কিন্তু বাস্তবে এসব আইন-কানুনের প্রয়োগ নেই। কর্মস্থলে দুর্ঘটনায় নিহত ও আহত এবং পঙ্গুত্ববরণকারী শ্রমিকদের আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী এক জীবনের সমপরিমাণ ক্ষতিপূরণ প্রদান, শ্রমের ন্যায্য মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ ইমারত নির্মাণ শ্রমিকদের ১২ দফা বাস্তবায়নের দাবি জানান নেতৃবৃন্দ। 

Islam's Group