News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জে নির্বাচনী অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৯:১৮ পিএম নারায়ণগঞ্জে নির্বাচনী অলিম্পিয়াড ও পুরস্কার বিতরণী 

 ২৬ নভেম্বর দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ - নারায়ণগঞ্জ জেলা ফোরাম এর আয়োজনে  নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ুনির্বাচনী অলিম্পিয়াড ২০২৫” আলোচনা সভা এবং সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আমিনুল হক। অনুষ্ঠানের উপস্থাপনা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গার নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী রাকিবুল ইসলাম ইফতি। 

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন এস.এম বিজয়। 

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ঢাকা অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী তৌফিক জিল্লুর রহমান, সুশাসনের জন্য নাগরিক - সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল, সাধারণ সম্পাদক আশরাফুল হক আশু, সুজন বন্ধু সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব জারিফ অনন্ত, দৈনিক বজ্রধ্বনি সম্পাদক ডা. শাহাদাত হোসেন তৌহিদ, দি হাঙ্গার প্রজেক্ট নারায়ণগঞ্জের জিল্লুর রহমান, নারায়ণগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, শিক্ষক মো.সাজেদুর রহমান, মো.মিঠুন সরদার, শিক্ষিকা জহুরা বিনতে আবেদীন প্রমুখ।

উক্ত প্রতিযোগিতায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। নির্বাচনী অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা বাংলাদেশ রাষ্ট্রের গঠন, রাজনৈতিক ব্যবস্থা, সংবিধান, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, গণতন্ত্র ও নির্বাচন সম্পর্কে ধারণাগত জ্ঞান অর্জন করে। প্রতিযোগিতা শেষে সকল শিক্ষার্থীদের সনদ এবং সেরা দশজন শিক্ষার্থীকে সনদ, ক্রেস্ট ও মেডেল পুরষ্কার প্রদান করা হয়েছে।

Islam's Group