সরকারি তোলারাম কলেজে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখা।
গত ২৫ নভেম্বর রাতে ছাত্রাবাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীকে শারীরিকভাবে আঘাত করে কলেজ শাখার এক ছাত্রদল নেতা, যা শিক্ষাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।
এ ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সরকারি তোলারাম কলেজ শাখার আহ্বায়ক রাইসা ইসলাম ও সদস্য সচিব মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, অভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্যাম্পাসে পুরনো সহিংস রাজনৈতিক সংস্কৃতির পুনরুত্থান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ছাত্রাবাস ও শিক্ষাঙ্গণকে ভয়-ভীতি, দৌরাত্ম্য ও পেশিশক্তির মাধ্যমে নিয়ন্ত্রণের চেষ্টা গণতান্ত্রিক শিক্ষা পরিবেশের জন্য হুমকি।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা কলেজ প্রশাসনের দায়িত্ব হলেও বারবার সেই দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দেখা যাচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা স্পষ্টভাবে জানাতে চাইত্মএই ব্যর্থতা আর গ্রহণযোগ্য নয়। ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করছি এবং সংশ্লিষ্ট অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।
সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের প্রতিও আহ্বান, অভিযুক্তের বিষয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিন, এবং ভবিষ্যতে সংগঠনের দায়িত্বশীলরা যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও সতর্ক ভূমিকা পালন করেন।








































আপনার মতামত লিখুন :