বক্তাবলী শহীদ দিবস ২০২৫ স্মরণে শহীদ সম্মাননা সুন্নতে খাৎনা, চক্ষু চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। আগামী শুক্রবার ২৯ নভেম্বর সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে উক্ত ব্যতিক্রমী সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বক্তাবলীর গঙ্গানগর দক্ষিণপাড়া এলাকায় সৈয়দ আলী সরদারের বাড়ি ‘ক্ষনিকের ঠিকানা’য় উক্ত অনুষ্ঠানটি উৎযাপিত হবে।
যেখানে সম্পূর্ণ বিনামূল্যে ডাক্তারী পদ্ধতিতে অবস করে বাচ্চাদের মুসলমানী করানো হবে এবং কসমেটিকস সুতার মাধ্যমে সেলাই করা হবে, যারা পরে আর কাটতে হবেনা। বাচ্চাদের উপহার হিসেবে ১টি লুঙ্গি, গামছা ও ৫ দিনের ওষুধ দেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টেলিযোগাযোগ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক(রেগুলেটারি) প্রকৌশলী লায়ন মো. আব্দুল ওহাব। অনুষ্ঠানের উদ্বোধন করবেন, আব্দুল খালেক মাস্টার ডায়াবেটিস সেন্টার এর প্রতিষ্ঠাতা ও পরিচালক ডা. এ.কে শফিউদ্দিন আহমেদ মিন্টু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল সালাম, চলচিত্র পরিচালক ও নিউজ নারায়ণগঞ্জডটকম এর সম্পাদক শাহজাহান শামীম, ১৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্র্র্কিং ফর বেটার নারায়ণগঞ্জ এর আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, রিজিয়ন চেয়ারপার্সন ( হেড কোয়ার্টার) লায়ন মো. মাসুদুর রহমান, রিজিয়ন চেয়ারপার্সন (ক্লাবস) লায়ন মো. আশরাফুল আলম, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটির সভাপতি লায়ন মো. নজরুল ইসলাম, শিশু সাহিত্যক ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন সবুজ, নিউজ টুয়েন্টি ফোর এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শরীফ সুমন, দৈনিক খোলা কাগজ এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, নারায়ণগঞ্জ আদালতের এডিশনাল পিপি অ্যাডভোকেট রাজিব মণ্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী চেয়ারম্যান লায়ন মো. রকিব উদ্দিন।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় রয়েছেন, কোয়ান্টাম ফাউন্ডেশন ঢাকা, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি, লিংও ক্লাব ও নারায়ণগঞ্জ সিটি।
উক্ত অনুষ্ঠানে প্রর্দশিত হবে শাহাজাহন শামীম পরিচালিত সরকারি অনুদানে নির্মিত চলচিত্র ‘বক্তাবলীর কান্না’।








































আপনার মতামত লিখুন :