News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ১০:৫৬ পিএম শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বাগে জান্নাত মহল্লায় শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়-২৪'র  প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল বৃহস্পতিবার  সকালে বিদ্যালয় কক্ষে অনুষ্ঠিত হয়।

শিশু সংগঠন ফুল পাখির আসরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব ও ফুল পাখির আসরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল আল ইউসুফ খান টিপু।

ফুল পাখির আসরের সভাপতি ফারুক আহম্মদ রিপনের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও ডনচেম্বার প্রভাতী সংসদের সভাপতি আনোয়ার হোসেন আনু, বাগে জান্নাত পঞ্চায়েতের সভাপতি হারুনুর রশিদ বাবুল, ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ, ব্যবসায়ী হাজী  কুদ্দুস, রাজনীতিবিদ মাসুদ রানা, নারায়ণগঞ্জ এক্স-ক্যাডেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোটারিয়ান শাহেদুল হক সুমন, সাংবাদিক শরীফ সুমন, ব্যবসায়ী লতিফুর রহমান, সমাজকর্মী সোহাগ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসা আক্তার, লাভলী সহ আরো অনেকে।

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক, অতিথি, অভিভাবকবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

আলোচনা সভা শেষে শোভন গ্রুপের সৌজন্যে পরীক্ষা উপকরণ প্রদান ও শিক্ষার্থীদের মিড ডে মিল এবং তবারক প্রদান করা হয়।

পুরো বিদায় অনুষ্ঠানটি শোভন গ্রুপের সৌজন্যে এবং ফুল পাখির আসরের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি আনোয়ার হোসেন আনু স্কুলটি উন্নয়নে নগদ ১০ হাজার টাকা এবং ইঞ্জিনিয়ার অহিদুর রহমান আরিফ বৃত্তি প্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ১ হাজার করে ৫ হাজার টাকা প্রদান করেন।

অনুষ্ঠানে শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের  ফুল দিয়ে বরণ করে নেন।

Islam's Group