News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

নারায়ণগঞ্জ সাহিত্যজোটের সভা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৭:৫০ পিএম নারায়ণগঞ্জ সাহিত্যজোটের সভা অনুষ্ঠিত

ডান্ডিনগরীর অর্ধশতাব্দী প্রাচীণতম সাহিত্য সংগঠন ‘নারায়ণগঞ্জ সাহিত্যজোট’ আয়োজিত বিজয়ের মাসের সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ডিসেম্বর শুক্রবার সন্ধায় শহরের চাষাড়স্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের ৬তলার একটি কক্ষে শেষ হয়েছে। সংগঠনের আহবায়ক প্রবীণ কবি ও সংগঠক আব্দুর রহমান বাবুর সার্বিক ব্যবস্থাপনায়, কবি শাহানা মান্নান বুলবুলের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টু। বিশেষ আলোচক ছিলেন কবি ও গবেষক ডা. বশির আহমেদ তুষার। কবি ও সংগঠক ইকবাল হোসেন রোমেছের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে ছিলেন কবি আল আশরাফ বিন্ধু ও মোহাম্মদ শাহ আলম।

এতে সংক্ষিপ্ত আলোচনা করেন কাজী আনিসুল হক হীরা। স্বরচিত লেখা পাঠ করেন ছড়াকার চান মিয়া চান্দু, মিথুন খান, জয়নাল আবেদীন জয়, সোনিয়া দেওয়ান প্রীতি, সফিকুল ইসলাম আরজু, ইসরাত রুবাইয়া, জহিরুল ইসলাম মিন্টু, অ্যাডভেঅকেট মনি গাঙ্গুলী, ওমর ফারুক আল মামুন, গিয়াসউদ্দিন খন্দকার, সালাউদ্দিন আমির, মৃদুল সাহার, দীন মোহাম্মদ ভূইয়া, মিরাজুল ইসলাম ভূইয়া, আব্দুল্লা মজিদ, তানজিল আহমেদ রিপন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক মানবতার কন্ঠ’র নির্বাহী সম্পাদক ইমরান হোসাইন আকাশ ও সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুত, মাহাবুব খান রাতুল।

Islam's Group