নারায়ণগঞ্জের আড়াইহাজারে আমরা নারায়ণগঞ্জ এর সন্তান সমাজ কল্যাণ সংগঠন এর আয়োজনে ' নদী বাঁচাও পরিবেশ বাঁচাও বাঁচাও নারায়ণগঞ্জ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়।
শনিবার সকাল ১১ টায় সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুর রহমান।
প্রধান অতিথি আশ্বস্ত করেন আসন্ন নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে বৃহত্তর সামাজিক আন্দোলন গড়ে নারায়ণগঞ্জের পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।
প্রধান আলোচক বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।
সেমিনারে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক সহ শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিগন।








































আপনার মতামত লিখুন :