News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২

আলিফার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি সিরাজুল মামুনের


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:৫৩ পিএম আলিফার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি সিরাজুল মামুনের

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আলিফা আক্তার (১১)-কে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবিএম সিরাজুল মামুন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, "দড়ি সোনাকান্দা এলাকার মো. আলী ও নাসিমা দম্পতির বড় কন্যা আলিফা আক্তারের এই মর্মান্তিক হত্যাকান্ডে আমি ভাষা হারিয়ে ফেলেছি। গত শনিবার বিকেল চারটার দিকে বাড়ির সামনে থেকে একটি শিশু নিখোঁজ হওয়া এবং পরের দিন সকালে তার নিথর দেহ পড়ে থাকা অত্যন্ত লোমহর্ষক এবং পৈশাচিক। এই ঘটনা প্রমাণ করে যে, সমাজে সাধারণ মানুষের নিরাপত্তা আজ কতটা ভেঙে পড়েছে।"

সিরাজুল মামুন আরও বলেন, "একটি ১১ বছরের শিশু, যে মাত্র পঞ্চম শ্রেণিতে পড়ত, তাকে এভাবে প্রাণ হারাতে হলো এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করুন। যে বা যারা এই পৈশাচিক ঘটনার সাথে জড়িত, তাদের অতিদ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি অর্থাৎ ফাঁসির ব্যবস্থা করতে হবে।"

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "বন্দরের শান্ত জনপদকে আর অপরাধীদের স্বর্গরাজ্য হতে দেওয়া হবে না। যদি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দোষীদের গ্রেফতারে কোনো গাফিলতি দেখা যায়, তবে আমরা এলাকাবাসীকে সাথে নিয়ে রাজপথে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হব।"

পরিশেষে তিনি নিহত আলিফা আক্তারের শোকসন্তপ্ত বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

Ad Placement 1
Ad Placement 2
Islam's Group