News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাতে ডাকাত আখ্যায় গণধোলাই, সকালে প্রমাণ হলো শ্রমিক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:১৯ পিএম রাতে ডাকাত আখ্যায় গণধোলাই, সকালে প্রমাণ হলো শ্রমিক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের এশিয়ান হাইওয়ে সড়কের সিংলাবো ব্রিজ এলাকায় শুক্রবার রাতে ৮ জন শ্রমিককে ডাকাত আখ্যা দিয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিল এলাকাবাসী। গণধোলাইয়ের শিকার ব্যক্তিরা গুরুতর আহত হলে পুলিশ তাদের তাৎক্ষণিক চিকিৎসা সেবার পর থানায় আটক রাখে।

এদিকে রাতভর আটকরা ডাকাত হিসেবে আখ্যায়িত হলেও সকালে প্রমাণ মেলে তারা সাধারণ শ্রমিক।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমানের জিম্মায় আটকদের ছেড়ে দেয়া হয়।

শুক্রবার পুলিশের কাছে সোপর্দকৃত ব্যক্তিরা হলো শিপন (১৪), মো. মিন্টু মিয়া (২৩), রাজু মিয়া (২০), মো. হৃদয় বিশ্বাস (২২), জাকিরুল (২৪), মো. সাগর (২০), দিগেন্দ্র বর্মন (১৭), ও আব্দুল্লাহ (২১)। 

পুলিশ সুত্রে জানা গেছে, রাত ৮টায় জেলার রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক এন্ড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ৮জন শ্রমিক ছুটির দিন থাকায় সোনারগাঁ পেরাব এলাকায় পিকনিকে ঘুরতে যান। পরে তারা সন্ধ্যার নামলে এশিয়ান হাইওয়ের সিংরাব এলাকায় হয়ে ফিরে যাওয়ার পথে ওই ৮জন শ্রমিককে এলাকাবাসী ডাকাত সন্দেহে আটক করে বেধড়ক মারধর করে। পরবর্তীতে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে তাদের উদ্ধার করতে গিয়ে জনরোষে পড়ে যান। একপর্যায়ে জনতার হাত থেকে বহু প্রচেষ্টায় আহত ৮জন শ্রমিককে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানায় আটক রাখেন।

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ইউনাইটেড প্লাষ্টিক উড ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপক মশিউর রহমান বলেন, তারা ৮জন আমাদের কারখার শ্রমিক এবং কখনই শ্রমিকেরা কোন অপরাধের সঙ্গে জড়িত না। অনাকাঙ্ক্ষিতভবে তাদের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান খান বলেন, মারধরের শিকার ৮ জন শ্রমিকের ব্যাপারে খোঁজ খবর নেয়া হয়েছে। তারা নিরাপরাধ হওয়ায় পুলিশের উর্ধ্বতন কর্তকর্তাদেরকে অবহতি করে তাদের কোম্পানীর ম্যানেজারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহম্মেদ বলেন, ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনী দেওয়াকালে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা কেউই ডাকাতির সঙ্গে যুক্ত নন। তারা প্রত্যেকেই গার্মেন্টসকর্মী। গতমাসের বেতন পেয়ে তারা ওইখানে বনভোজনের উদ্দেশ্যে গিয়েছিল,কিন্তু স্থানীয় কয়েকজন তাদের ডাকাত আখ্যা দিয়ে মাইকিং করে মানুষ জড়ো করেন বেধড়ক মারধর করে।এসময় পুলিশ তাদের দ্রুত উদ্ধার না করলে অনেকেরই প্রাণহানী ঘটতো। দুপুরে কোম্পানি থেকে ম্যানেজার এসে নিশ্চিত করেন যে তারা প্রত্যেকেই তাদের গার্মেন্টসে কাজ করেন। পরে আমরা যাচাই বাছাই করে তাদের ছেড়ে দেই।

Islam's Group