News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিতর্ক না কাটতেই এবার কুড়িপাড়া মোড়ে আবুল কালামের চিত্রকর্ম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৯:৫২ পিএম বিতর্ক না কাটতেই এবার কুড়িপাড়া মোড়ে আবুল কালামের চিত্রকর্ম

গলাচিপা কলেজ রোড এলাকা দেয়াল চিত্রকর্ম থেকে মাসুদুজ্জামান মাসুদের ছবি মুছে ফেলার বিতর্ক না কাটতেই আবারো নতুন করে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক এমপি ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামের ছবি আঁকানো শুরু করেছেন। তিনি হলেন ১৩নং ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক মাল। এবার তিনি গলাচিপা কুড়িপাড়া মোড়ে একটি বাড়ির দেয়ালে নতুন করে এই চিত্র কর্ম করতে শুরু করেন।

সেই সাথে তিনি ফেসবুকে সেই ছবি পোস্ট দিয়ে লিখেছেন, আমরা জেল জুলুম খাটছি বিএনপির জন্য ধানের শীষের জন্য। কালাম সাহেব পাঁচ আসনের ধানের শীষের কান্ডারি তিনবারের এমপি ছিলেন। এজন্য আমরা কালাম সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে উনার ছবি আর্ট করছি। পরবর্তীতে দল মাসুদ সাহেবকে নমিনেশন দিয়েছেন এজন্য আমরা ধানের শীষের পক্ষ থেকে উনার ছবি আর্ট করেছি। দল এখন আবার কালাম সাহেব কে নমিনেশন দিয়েছেন। আমরা দলীয় সিদ্ধান্তে ওনার সাথে আছি। আমরা কালাম সাহেবের সাথে ছিলাম আছি থাকবো। সর্বোপরি আমরা বিএনপির সাথে আছি ধানের শীষের সাথে আছি।

তবে জানা গেছে এই ছবি আঁকা নিয়ে গলাচিপা এলাকায় রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা। বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম অথবা আবুল কাউসার আশার নজরে আসার চেষ্টা। এর আগে ফারুক মাল রূপার বাড়ির মোড়ের জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও মাসুদুজ্জামান মাসুদের ছবি একেছিলেন। মডেল মাসুদ নির্বাচন থেকে সরে গেলে সেই ছবি মুছে সেখানে আবুল কালামের ছবি আকার চেষ্টা করেন। এতে বাধা দেন ১৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার মাহমুদ বকুল।

এদিকে সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম পুত্র আবুল কাউসার আশা এই সংবাদটি তার ফেসবুক আইডিতে শেয়ার দিয়ে লিখেছেন, মনে রাখবেন এই ধরনের কাজ যারা করে তারা কারো না তারা হচ্ছে সুবিধাবাদী।

ফেসবুকে শেয়ার দিয়েছেন মহানগর যুবদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ তিনি লিখেছেন এগুলো সস্তা আর ছোটলোকি কাজকর্ম।

যুবদল নেতা সাইফুল ইসলাম নীরব আরো অনেকেই শেয়ার দিয়ে এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

Islam's Group