বাংলাদেশ ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি নারায়ণগঞ্জ এর শিক্ষার্থীরা ৩ দফা দাবিতে ক্লাস বর্জন ও শাটডাউন কর্মসূচি পালন করেছে। রোববার ১৮ মে দুপুরে বন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানটির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সোনাকান্দা কিল্লা জামে মসজিদ পর্যন্ত প্রদক্ষিণ করে পুণরায় মেরিন ইনস্টিটিউট এর ভিতর গিয়ে শেষ হয়। এসময় ইনস্টিটিউট এর সামনে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
এসময় ৩ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনূর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান করতে হবে।বিভিন্ন মন্ত্রণালয় অধীনস্ত ইঞ্জিন ও মেশিন সংশিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু করতে হবে। প্রশিক্ষণের মান উন্নত করতে হবে।
আপনার মতামত লিখুন :