News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্দরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: মে ১৮, ২০২৫, ০৭:৩৭ পিএম বন্দরে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় দুইজন গ্রেপ্তার

বন্দরে রাজিব হোসেন জয়(৩৪) নামের এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় দুই সহোদরকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার ১৭মে রাতে ফতুল্লা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে দুই সহোদরকে গ্রেফতার করে র‌্যাব ১১’র একটি টহল দল। 

গ্রেফতারকৃতরা হচ্ছে, বন্দরের দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে আয়াত(২৮) ও সিফাত(২৩)। রোববার বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তরের পর তাদেরকে আদালতে প্রেরণ করে পুলিশ ।

কোম্পানি অধিনায়ক মেজর মো. সোহেল আহমেদ বিজিওএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৯ অক্টোবর বন্দরের দেওয়ানবাগ পূর্বপাড়া এলাকার হোসেন মাতবরের ছেলে গার্মেন্টস কর্মী  রাজিব হোসেন জয়কে মোবাইল ফোনে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা ও শরীর থেঁতলে হত্যা করা হয় । 

এ ব্যাপারে নিহত জয়ের বাবা হোসেন মাতবর বাদি হয়ে বন্দর থানায় মামলা করেন।

Islam's Group