News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

রিয়াদ চৌধুরীর মুক্তি দাবিতে মানববন্ধন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২৫, ০৬:৫০ পিএম রিয়াদ চৌধুরীর মুক্তি দাবিতে মানববন্ধন

ফতুল্লা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সামাজিক সংগঠন ও নানা শ্রেণির পেশাজীবী মানুষ। 

বৃহস্পতিবার ২২মে বিকেলে ফতুল্লা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণ করেন ফতুল্লা বন্ধু মহল, ফতুল্লা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি, ফতুল্লা সমবায় মার্কেট, নৌ শ্রমিক, লালপুর ও আল আমিন বাগ পঞ্চায়েত কমিটি এবং সর্বস্তরের এলাকাবাসী।

বক্তারা বলেন, ৫ আগস্টের ঘটনার পর রিয়াদ ভাই আমাদের পরিবারের মতো আগলে রেখেছেন। তার নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা দেওয়া হয়েছে। আমরা এই মামলা প্রত্যাহার করে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সদস্য সচিব মো. রহমাতুল্লাহ, যুগ্ম সম্পাদক মো. শাওন ও মো. শহিদুল ইসলাম, বন্ধু মহলের উপদেষ্টা মো. সুজন, কোষাধ্যক্ষ শরিফ চৌধুরী, যুগ্ম সম্পাদক নিয়াজ মোহাম্মদ চৌধুরী, কার্যকরী সদস্য সেলিম চৌধুরী, পঞ্চায়েত কমিটির রেজাউল করিম, রফিকুল ইসলাম, আরিফুর রহমান জনি, সুরুষ মিয়া, মো. শাহ আলম, রবিউল শিকদার, জয়নাল আবেদীন প্রমুখ।

Islam's Group