নারায়ণগঞ্জে নিজ এলাকায় সংবর্ধিত হয়েছেন সাফ জয়ী নারী ফুটবল দলের গোলকিপার কোচ ও একুশে পদকপ্রাপ্ত (দলগত) নারায়ণগঞ্জের কৃতি সন্তান মো. মাসুদ আহমেদ উজ্জ্বল।
ফিউচার লাইফ সঞ্চয় ফান্ড ও ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ এর উদ্যোগে বৃহস্পতিবার ২২মে বিকেলে নগরীর রূপায়ন এস বেলী প্লাজায় নারায়ণগঞ্জের এই কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে মাসুদ আহমেদ উজ্জ্বলকে ফুলেল শুভেচ্ছা জানান আয়োজকবৃন্দ। পরে ক্রেস্ট প্রদান করে তাকে সম্মাননা জানানো হয়। এসময় সংবর্ধনাস্থলে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
পারভেজ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার মো. মনির হোসেন, মো. কাশেম, জেলা ফুটবল কোচ শঙ্কর দাস, ফিউচার লাইফ সঞ্চয় ফান্ডের সদস্য সাদ্দাম, সুজন, দুলাল, নাদিম, রনি, রতন, ইউটার্ন রাইডার্স নারায়ণগঞ্জ এর স্বত্তাধিকারী মেহেদী হাসান, জুয়েল শেখ ও মাসুদ আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফিউচার লাইফ সঞ্চয় ফান্ডের সকল সদস্যবৃন্দ।
আপনার মতামত লিখুন :