জাতীয়তাবাদী ফোরাম নারায়ণগঞ্জ জেলা বার ইউনিটের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নতুন নেতৃত্ব উঠে আসাই ছিল উক্ত সাংগঠনিক সভার মূল আলোচ্য বিষয়। তবে শেষ পর্যন্ত ওই সাংগঠনিক সভা থেকে চুড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। আইনজীবী ফোরামের নির্বাচনের সময় নিয়ে অনেকে পক্ষে বিপক্ষে মত দিয়েছেন। কেউ কেউ আইনজীবী ফোরামের স্বচ্ছ ভোটার তালিকা তৈরি সহ নতুন সদস্য গ্রহণের ব্যাপারে বিশেষ সর্তকতার অবলম্বনের কথা বলেছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নির্বাচনের সময় নিয়ে বিএনপির শীর্ষ আইনজীবী নেতাদের দ্বিমত পোষন করতেও দেখা গেছে ওই সাংগঠনিক সভায়।
বুধবার ২১মে বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনের তৃতীয় তলায় ওই সাংগঠনিক সভাটি অনুষ্ঠিত।
আইনজীবীদের মধ্যে কেউ কেউ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপার ফাইভ পদে নির্বাচন জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পূর্বেই দেওয়ার দাবি রেখেছেন, আবার অনেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনের পর ফোরামের নির্বাচন চাচ্ছেন। তবে এই সাংগঠনিক সভা থেকে আইনজীবী ফোরামের নির্বাচন ঠিক কখন হবে সে ব্যাপারে চুড়ান্ত কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।
জানা গেছে, এবারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কমিটি গঠনে সুপার ফাইভ পদ সরাসরি সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচন করা হবে। যার মধ্যে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে এক পদে একাধিক প্রার্থী অংশ নেওয়ার জন্য উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন ফোরামের সাধারণ সদস্যরা। পাশাপাশি নতুন করে ভোটার তালিক প্রস্তুত করা সহ, মৃত সদস্য, বিএনপি ছেড়ে তৃণমূলে যাওয়া আইনজীবী, জামায়াত ইসলামী এবং জাতীয় পার্টির যে কজন আইনজীবী ফোরামের সদস্য হয়েছিলেন তাদের ফোরামের সদস্য পদ বাতিল করে নতুন ভোটার তালিকা করতে বলা হয়েছে। সেই সাথে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য স্বল্প সময় দেওয়ার কথা বলা হয়েছে। বেশি সময় দিলে গ্রুপিং সহ মারামারি হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে উল্লেখ করেছেন অ্যাডভোকেট ওমর ফারুক নয়ন।
ওই সাংগঠনিক সভায় মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু নির্বাচন এলে আইনজীবীদের ভোট বিক্রির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলে নিজেদের বিবেক বিক্রি না করার অনুরোধ রেখেছেন।
সেই সাথে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, আইনজীবী ফোরামের সদস্য হতে সবাই ফরম নিতে পারবে। কিন্তু সেই ফরম পরবর্তীতে যাচাই বাছাই করে সদস্যদের নামের তালিকা বোর্ডে টানিয়ে দিতে হবে যে নতুন সদস্যের মধ্যে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর কেউ রয়েছে কিনা থাকলে তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট জাকির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফারের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
সেই সাথে আরও উপস্থিত ছিলেন-জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক আনোয়ার প্রধান, আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন, আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট বেনজির আহমেদ, যুগ্ম আহবায়ক কায়সার আলম চৌধুরী টুটুল ও অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন সহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা।
আপনার মতামত লিখুন :